
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গোপালমাঠে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে তুমুল অশান্তি হয়। এক যুবক জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গোপালমাঠের বনগ্রাম এলাকার ছোট্টু বাউরির অভিযোগ, প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে চোট লাগে স্ত্রীর। তার অভিযোগের তির, শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। ই-মেইল করে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছে ছোট্টু।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালমাঠে দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা জমিতে বাড়ি তৈরীর কাজ চলছিল। অভিযোগ, সরকারি এই জমি প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে। এরপর সেখানে বাড়ি তৈরি করা হচ্ছে। নতুন একটি বাড়ির ভিত গড়ার কাজ চলছিল। ছোট্টুর দাবি, এদিন সে প্রতিবাদ জানায়। এরপরেই কয়েকজন দলবল নিয়ে ছোট্টুর বাড়িতে চড়াও হয়। মারধর করা হয় তাকে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। তাদের তরফে জয়ন্ত বাউরি বলে, “আমরা আমাদের জমিতে বাড়ি বানাচ্ছিলাম। ছোট্টু বাউরি বলছে সেখানে ওদেরও জায়গা আছে। সে আমাদের কাজে বাধা দেয়। আমরা প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালায়। উল্টে, আমাদের নামেই মারধরের মিথ্যা অভিযোগ করছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
