ডাম্পার স্কুটির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

ডাম্পার স্কুটির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মলানদিঘীর ঘটকডাঙা মোড়ে পথ দুর্ঘটনা। মৃত এক। ঘটনাস্থলে কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল মলানদিঘী শিবপুর রাস্তায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে স্কুটি নিয়ে ওই রাস্তা ধরে যাচ্ছিলেন মলানদিঘী গ্রামের যাচ্ছিলেন ওই গ্রামের বাসিন্দা অনিল লোহার। বয়স ৫০। সেই সময়, মলানদিঘীর দিক থেকে একটি ফাঁকা ডাম্পার শিবপুরের দিকে যাওয়ার সময় ঘটকডাঙা মোড়ে প্রচন্ড গতিতে এসে ধাক্কা মারে স্কুটিতে। স্কুটি থেকে ছিটকে পড়ে যান অনিল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। চালক ও খালাসী পলাতক।

খবর পেয়ে, ঘটনাস্থলে আসে কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশ ডাম্পারের চালক ও খালাসীর সন্ধানে তল্লাশি শুরু করেছে।

 

error: Content is protected !!