রথযাত্রার দিনেই প্রতিমা এনে দুর্গাপুরের এই মন্ডপে শুরু হয়ে গেল দুর্গাপুজো

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রথযাত্রার দিনেই প্রতিমা এনে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের এই মন্ডপে শুরু হয়ে যায় দুর্গাপুজো!রীতি মেনে তিন মাস আগে রথের দিন থেকেই শুরু হয়ে গেল দেবীর আরাধনা। প্রতিমা চলে এল মন্ডপে। শুরু হয়ে গেল ঢাকের বাদ্যি। গত ৫৫ বছর ধরে এভাবেই এই মন্ডপে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। এখানে পুজো চলে তিন মাস ধরে!
দুর্গাপুরের এমএমসির বি টু এলাকা। সকাল থেকে চরম উচ্ছ্বাস গোটা এলাকায়। অক্ষয় তৃতীয়ার দিন পাটা পুজো করে শুরু হয়েছে মূর্তি গড়ার কাজ। দুর্গাপুর স্টেশন বাজারে গড়ে তোলা প্রতিমা রথযাত্রার দিনে নিয়ে আসা হল এমএমসির বি টু এলাকার শ্রী শ্রী সর্বমঙ্গলা দুর্গা মন্দিরে। বরণ করে নিলেন এলাকার মহিলারা। এখানে পুরাণ মতে পুজো হয়। অষ্টমীর সন্ধিক্ষণে হয় সন্দেশ বলি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
স্থানীয় বাসিন্দা কৌশিক দাশগুপ্ত বলেন, “আজ থেকেই নিত্য পুজো শুরু হল। এলাকার মানুষজন সকাল, সন্ধ্যা পুজোয় সামিল হন। অগাধ আস্থা আর মনের ভক্তি ভরে মাকে ডাকলে মা সবার মনস্কামনা পূর্ণ করেন।” এলাকাবাসী শুভদীপ সাহা, অনুমিতা সিকদার বলেন, “তিন মাস আগে থেকেই আমাদের পুজো শুরু হয়ে গেল।” স্থানীয়রা জানান, তাঁদের দুর্গাপুজোর মজাই আলাদা!
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

