অষ্টমীর সন্ধিক্ষণে আজও কামানের গর্জনে জেগে ওঠে সামন্তযুগের ইতিহাস

অষ্টমীর সন্ধিক্ষণে আজও কামানের গর্জনে জেগে ওঠে সামন্তযুগের ইতিহাস
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

লোহাগুড়িতে এখনও শোনা যায় তোপের আওয়াজ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: একসময়ে এই গ্রামের নাম ছিল ‘লৌহ গড়’। এখন লোকের মুখে মুখে তা হয়ে গিয়েছে লোহাগুড়ি! পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের জঙ্গমহলের এই গ্রামে অতীতে লৌহ কারিগররা লৌহ আকরিক গলিয়ে তৈরি করতেন তরোয়াল, বর্শা, বল্লম থেকে শুরু করে কামান পর্যন্ত। সেই সমস্ত অস্ত্র যেত রাজা রাজড়াদের কাছে। বলা যায়, এই অঞ্চলই ছিল সেই আমলে অস্ত্রশস্ত্র তৈরির অন্যতম প্রধান কেন্দ্র।

লোহা গলিয়ে অস্ত্র তৈরির চিহ্ন এখনও রয়েছে গ্রামে। লৌহ আকরিক গলানোর পরে যে স্লাগ পড়ে থাকত, মাটি খুঁড়লে এখনও তা খুঁজে পাওয়া যায়। সেই গ্রামেই সরকার বাড়িতে গত ৩২৫ বছর ধরে চলে আসছে দুর্গাপুজো। যে পুজোয় আজও অষ্টমীর সন্ধিক্ষণে তোপ দাগা হয়। কামানের গর্জনে জেগে ওঠে সামন্তযুগের স্মৃতি। সেই তোপধ্বনি ছড়িয়ে পড়ে আশপাশের গ্রাম থেকে গ্রামান্তরে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

পরিবারের প্রবীণ সদস্য জগবন্ধু সরকার বলেন, “দুর্গাপুজো শুধু উৎসব নয়, বরং আমাদের ইতিহাস, গর্ব আর পূর্বপুরুষদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার মাধ্যম।” এই পুজোর যাবতীয় খরচ সরকার পরিবার বহন করে। তবে পুরো গ্রাম পুজোয় যোগ দেয়। জাতি বা ধর্মভেদ নেই। দুর্গাপুজোর আগে প্রতিটি বাড়িতে গিয়ে নিমন্ত্রণ জানানো হয়। নতুন প্রজন্মও সমান উৎসাহে এই ঐতিহ্যকে আগলে রেখেছে।

গড় জঙ্গলের আশপাশে এখনও মেলে সামন্তযুগের নানা নিদর্শন। গ্রামের প্রাচীন কামান আজও খাড়া হয়ে দাঁড়িয়ে থেকে নীরবে যেন সে কথারই প্রমাণ দিয়ে চলেছে। কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখনিতে ধরা রয়েছে এই গ্রামের কথা। দুর্গাপুরের জঙ্গলমহল মানেই ইতিহাস, ঐতিহ্য আর অজস্র কিংবদন্তি। সেই ইতিহাসেরই এক জীবন্ত সাক্ষী হল কাঁকসা ব্লকের এই লোহাগুড়ি গ্রাম। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

অষ্টমীর সন্ধিক্ষণে আজও কামানের গর্জনে জেগে ওঠে সামন্তযুগের ইতিহাস
অষ্টমীর সন্ধিক্ষণে আজও কামানের গর্জনে জেগে ওঠে সামন্তযুগের ইতিহাস
লৌহ আকরিক গলানোর পরে যে স্লাগ পড়ে থাকে, মাটি খুঁড়লে এখনও তা খুঁজে পাওয়া যায়। সেই গ্রামেই সরকার বাড়িতে গত ৩২৫ বছর ধরে চলে আসছে দুর্গাপুজো।
Published By
error: Content is protected !!