চতুর্থীর দুপুরে শঙ্করপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দুর্গাপুজোর বিশাল গেট

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল দুর্গাপুজোর বিশাল গেট। বন্ধ হয়ে গেল রাস্তা। সেই সময় রাস্তা দিয়ে কেউ যাতায়াত না করায় বড় বিপদ কিছু ঘটেনি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে। শঙ্করপুরে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ গড়ে তুলেছেন উদ্যোক্তারা। রাস্তা জুড়ে বানিয়েছেন বাঁশের গেট ও আলোকসজ্জ্বা। এদিন সেই গেট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার উপর। এদিন ডিএসপি টাউনশিপের বি-জোনের রাজেন্দ্রপ্রসাদ রোডেও একটি গেট ভেঙে পড়ে একটি অটোর উপর। অটোটি ক্ষতিগ্রস্ত হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাষ ছিল, এদিন দুপুরে ৩০-৪০ কিমি গতিতে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরে আচমকা কালো মেঘে ঢেকে যায় আকাশ। দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। সেই হাওয়ায় ভেঙে পড়ে জহরলাল নেহেরু রোডে শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর বিশাল গেট। যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আসে বিধাননগর ফাঁড়ির পুলিশ। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, হতাহতের কোনও খবর নেই। পুলিশের সহযোগিতায় গেট সরিয়ে রাস্তা ফাঁকা করার কাজ চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
