সকাল সকাল মা-কাকিমাদের উলুধ্বনি, শঙ্খধ্বনিতে মেতে উঠল মহল্লা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার সকাল সকাল মা-কাকিমাদের উলুধ্বনি, শঙ্খধ্বনিতে মেতে উঠল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপ। আকাশে মেঘের লুকোচুরি। মাঝে মধ্যে দুই এক পশলা বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই দুর্গাপুরের ঐতিহ্যবাহী পুজো কমিটি এস.এন বসু, রামানুজন, বঙ্কিমচন্দ্র দুর্গাপুজো কমিটি এদিন খুঁটিপুজোর আয়োজন করেছিল। পাড়ার সব মহিলারা রঙিন শাড়িতে সেজেগুজে চলে এসেছিলেন।পুজোর সঙ্গে সিঁদুর খেলার আনন্দে নেচে উঠলেন তাঁরা।
জানা গিয়েছে, এই পুজো পুরোপুরিভাবে এলাকার মহিলারা পরিচালনা করেন। এবার পুজোর ৪৯ তম বর্ষ। এবারের থিম, ‘যুদ্ধের অবসানে সবুজায়নের আহ্বান’। একদিকে শান্তির বার্তা, অন্যদিকে প্রকৃতির কোলে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি। এবারের বাজেট প্রায় ৫ লক্ষ টাকা। সকাল থেকেই খুঁটিপুজো ঘিরে এলাকায় উৎসবের আবহ। বৃষ্টির মধ্যেই দেখা গেল, মহিলাদের কেউ পুজোর আয়োজন সামলাচ্ছেন, কেউ প্যান্ডেলের কাঠামো ধরছেন হাতে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আনন্দ যেন থামতেই চাইছে না। খুঁটিপুজো মিটতেই শুরু হয়ে গেল প্যান্ডেল তৈরির তোড়জোড়। কোষাধ্যক্ষ অনিমা হেমব্রম বলেন, “ছোটবেলায় বাবা-কাকারা পুজো করতেন। এখন আমরাই করি। প্যান্ডেল হোক বা প্রসাদ, সবকিছুতে আমরা হাত লাগাই। পুজোর কটা দিন তো মন্ডপই আমাদের ঘর সংসার হয়ে যায়। আজ থেকেই সেই উদ্যোগ শুরু হয়ে গেল।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

