এবারের দুর্গাপুজোয় বাংলার কুটির শিল্পের মহোৎসব দুর্গাপুরের চতুরঙ্গে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বাংলার হস্তশিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্পের ঐতিহ্যকে সামনে এনে দুর্গাপুরে তৈরি হচ্ছে এক চমকপ্রদ দুর্গাপুজোর মণ্ডপ। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার পরিকল্পনায় গড়ে উঠছে এই মহৎ আয়োজন। মণ্ডপের সঙ্গে মানানসই দুর্গা প্রতিমাও তৈরি করছেন তিনিই। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটি-র এবারের থিম ‘সোনার বাংলা’। প্রায় ১৩০ ফুট লম্বা ও ৭৫ ফুট উঁচু মণ্ডপটি গড়ে উঠছে বাঁশ, বেত, কাঠের বাটাম, হোগলা পাতা, শুকনো ডালপালা, কাপড়, পাট, ফাইবারের মডেল এবং ডোকরার শিল্পকর্ম দিয়ে। বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্পের নানা নিদর্শন এই মণ্ডপে একসাথে উপস্থাপিত হবে। আধুনিক আলোকসজ্জায় মণ্ডপ পাবে এক ভিন্ন মাত্রা।
প্রতিবছরের মতো এবারও পূজোকে ঘিরে থাকছে সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান। পঞ্চমী থেকেই শুরু হবে অনুষ্ঠান পর্ব। জনপ্রিয় সঙ্গীতশিল্পী অঙ্কিতা ভট্টাচার্য, শোভন গাঙ্গুলি, অন্বেষা পাত্র সহ বহু বিশিষ্ট শিল্পী মঞ্চে পরিবেশনা করবেন। মণ্ডপ চত্বরে বসবে বিশাল মেলা, আর আকর্ষণীয় থিমের টানে দর্শনার্থীদের ভিড় হবে উপচে পড়া। কমিটির চিফ পেট্রন কবি দত্ত ও সভাপতি রামকৃষ্ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রতিবছর অভিনব পরিকল্পনা ও অসাধারণ কারুকাজের জন্য এই পূজা দর্শনার্থীদের মন জয় করে আসছে। দুর্গাপুর শিল্পাঞ্চল সহ আশেপাশের জেলাগুলো থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন এই মণ্ডপে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
গত বছর গুজরাটের নীলকণ্ঠ ধাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ সেরার শিরোপা পেয়েছিল এবং জিতেছিল বিশ্ব বাংলার পুরস্কার। অতীতেও একাধিকবার সেরা হয়েছে এই পূজা কমিটি, এমনকি একবার কার্নিভালেও প্রথম স্থান দখল করেছে। এবার ৩৮তম বর্ষে পদার্পণ করল চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আয়োজকদের দাবি, গৌরাঙ্গ কুইলার নকশায় তৈরি এবারের মণ্ডপ হবে দুর্গাপুরের দুর্গাপুজোর অন্যতম প্রধান আকর্ষণ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
