দুর্গাপুর দর্পণ, ১ জুন ২০২৪: বাজারের ভিতরে বিদ্যুতের পোলে ধাক্কা খেয়ে মৃত্যু হল বাইক আরোহীর। শুক্রবার রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতি বাজারে দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক মৃত্যু বাইক আরোহী যুবকের। মৃত যুবকের নাম ক্ষিতীশ সমাদ্দার (২৪)। বেনাচিতি রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা।
শুক্রবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রচণ্ড গতিতে একটি বাইকে চেপে দু’জন প্রান্তিকার দিক থেকে জল খাবার গলির দিকে যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাপড়ের দোকানের সামনে থাকা নিরাপত্তারক্ষীকে ধাক্কা মেরে বিদ্যুতের পোলো ধাক্কা মারে বাইকটি। দৌড়ে আসেন আশপাশের লোকজন। খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় বাইক চালক ক্ষিতীশকে দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় অপর বাইক আরোহী ও নিরাপত্তারক্ষী ভর্তি রয়েছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।