অবশেষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুর্গাপুর ব্যারাজের সেতু সংস্কারের কাজ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অনেক টানাপড়েনের পরে অবশেষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর ব্যারাজের সেতু সংস্কারের কাজ। প্রথমে শনিবার পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছিল ব্যারাজের নীচে দামোদরের বুকে গড়ে তোলা বিকল্প রাস্তা। ব্যারাজের উপর দিয়ে ট্রাক, ডাম্পার, লরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুধু যাত্রীবাহী বাস, অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি যাওয়ার অনুমতি ছিল। ছোট গাড়ি, বাইক, ট্রাক্টর সহ অন্যান্য যানবাহন বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করতে থাকে।
সোমবার সেই বিকল্প রাস্তা পরিদর্শন করতে আসেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। এরপর তিনি বলেন, “ওই রাস্তায় পাঁচটা জায়গায় জল জমছে। বাস বা গাড়ির সমস্যা হবে না। কিন্তু টোটো, বাইক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হড়কে যেতে পারে। আমি সেচ দফতরের সচিব, সেচ দফতরের আধিকারিক, জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলব। তাঁরা যে যে সমস্যাগুলি তুলে ধরবেন, সেগুলি দ্রুত সমাধানের চেষ্টা করব।” কার্যত তারপরেই বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সব যানবাহন আগের মতো ব্যারাজ দিয়ে যাতায়াত শুরু করে। কবে থেকে ব্যারাজের সেতু সংস্কারের কাজ শুরু হবে সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তবে বুধবার সন্ধ্যায় বাঁকুড়া জেলা পুলিশ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, বৃহস্পতিবার ১ মে থেকে ব্যারাজের সেতু সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। ব্যারাজের সেতুর একদিক দিয়ে যাত্রীবাহী বাস, অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি যেতে পারবে। নীচের বিকল্প রাস্তা দিয়ে বাকি যানবাহন চলাচল করবে। তবে ট্রাক, ডাম্পার, লরি যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৭০ বছরের পুরনো ব্যারাজের সেতু দিয়ে দৈনিক গড়ে প্রায় ২৬ হাজারের বেশি যানবাহন চলাচল করে। দুর্গাপুর থেকে নয়াগ্রাম গামী ৯ নম্বর রাজ্য সড়ক গিয়েছে এই সেতুর উপর দিয়ে। বাঁকুড়া থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যারাজ হয়ে দুর্গাপুরে আসেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে ব্যারাজ হয়ে যাতায়াতে সময় বেশি লাগবে। তাই হাতে সময় নিয়ে বেরোতে হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

