
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: লোহা চোর ধরতে দলবল নিয়ে বন্ধ কারখানায় ঢুকে পড়লেন বিজেপি নেতা। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ঘটনা। সোমবার সন্ধ্যায় বিজেপির এক কর্মী সিটি সেন্টার থেকে বাড়ি ফিরছিলেন। তাঁর অভিযোগ, তিনি দেখেন ৩০ নম্বর ওয়ার্ডের ভগৎপল্লী সংলগ্ন জেশপ গেটের একাংশে মেশিন লাগিয়ে লোহা কাটা হচ্ছে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়। এরপরেই বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জেশপ কারখানায় ঢুকে পড়েন। লোহা চোরদের খোঁজ শুরু করে দেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুধু জেশপ কারখানা নয়, আরও কয়েকটি বেসরকারি ও সরকারি বন্ধ কারখানায় যন্ত্রাংশ চুরি চলছে। বারবার পুলিশের কাছে অভিযোগ জানিয়ে কাজের কাজ না হওয়ায় বাধ্য হয়ে এই সম্পত্তি বাঁচাতে লোহা চোরদের ধরতে তাঁরাই অভিযানে নেমেছেন। এসব বিজেপির নাটক বলে কটাক্ষ করে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ দমনে কড়া ব্যবস্থা নিচ্ছেন। এক্ষেত্রেও পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে।” জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “থানা থেকে সামান্য দূরে কারখানা। সেখানে সংগঠিত ভাবে চুরি হচ্ছে। পুলিশ ব্যবস্থা নেয় না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
