দুর্গাপুরে চাঞ্চল্য! বিজেপির ওবিসি মোর্চার নেতা ও পরিবারের উপর হামলা

বিজেপি করার ‘অপরাধে’ আক্রান্ত দুর্গাপুরের ওবিসি মোর্চার নেতা ও তাঁর পরিবার
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজনৈতিক অশান্তিতে ফের উত্তাল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর। আক্রান্ত হলেন বিজেপির ওবিসি মোর্চার নেতা কৈলাশ দাস ও তাঁর পরিবার। গুরুতর আহত অবস্থায় বিজেপি নেতার মাকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের নতুনপল্লী রুইদাস পাড়ায়। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব কৈলাশ দাসকে দল বদলের জন্য চাপ দিচ্ছিল। তবে তিনি তৃণমূলে যোগ দিতে অস্বীকার করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। গতকাল পাড়ার একটি ছোটখাটো বিবাদকে কেন্দ্র করে দুষ্কৃতীরা হঠাৎ হামলা চালায় বলে অভিযোগ বিজেপির।বিজেপি নেতৃত্বের দাবি, হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আক্রান্ত নেতার পরিবারের পাশে দাঁড়াতে হাসপাতালে পৌঁছান দলের মহিলা মোর্চার নেত্রীরা। তাঁদের অভিযোগ— বিজেপি করার ‘অপরাধে’ বার বার দলীয় কর্মীরা হামলার শিকার হচ্ছেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের নেতা উজ্জ্বল মুখোপাধ্যায় পাল্টা দাবি করেন, “পুরো বিষয়টি বিজেপির সাজানো নাটক।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
