ডিজে বাজিয়ে রাস্তায় তান্ডব নৃত্য, সর্বভারতীয় কোচিং সেন্টারের ‘সেলিব্রেশন’ দেখে হতবাক শহর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সর্বভারতীয় নিট মেডিকেল পরীক্ষায় ভাল ফল হয়েছে। তাই শহরের রাস্তা দখল করে ডিজে বাজিয়ে চটুল হিন্দি গানের সঙ্গে নাচ শিক্ষক, ছাত্র-ছাত্রীদের। ফাটল বাজি পটকা। আটকে গেল যানবাহন। শেষে পুলিশ ডিজে বন্ধ করে গাড়ির চালক ও খালাসিকে আটক করে পরিস্থিতি সামাল দেয়। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে সোমবার বিকালে সিটি সেন্টারের ঘটনা।
সিটি সেন্টারের ফরচুন হোটেলে এবং দর্পণ ভবনে ওই কোচিং সেন্টারের ক্লাস হয়। নিটের সাফল্যের কথা শহরবাসী ও প্রতিদ্বন্দ্বী কোচিং সংস্থাকে জানানোর জন্য ম্যাটাডোরে ডিজে বক্স বেঁধে, ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা বের করেন কর্তৃপক্ষ। তুমুল শব্দে গানের সঙ্গে ছাত্র ছাত্রীদের সঙ্গে নাচতে নাচতে এগোতে থাকেন কোচিং সেন্টারের শিক্ষক, কর্মীরাও। সিটি সেন্টারের শপিং মলের পাশ হয়ে দুর্গাপুরের নতুন আদালত ভবনের পাশ হয়ে দুর্গাপুর সিনেমার দিকে এগোতে থাকে শোভাযাত্রা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
নতুন আদালত ভবন পেরিয়ে আচমকা থেমে গিয়ে তাঁরা কার্যত তান্ডব নৃত্য শুরু করে দেন। সঙ্গে ফাটতে থাকে বাজি পটকা। আটকে পড়ে বহু যানবাহন। পুলিশের সামনেই কিছুক্ষণ ধরে চলে ডিজের দাপট। এরপরেই তৎপর হয় পুলিশ। বন্ধ করে দেয় ডিজে। আটক করা হয় ডিজের গাড়ির চালক এবং খালাসিকে। ছাত্র ছাত্রীদের নিয়ে এমন শোভাযাত্রা নিয়ে কটাক্ষ করেছেন শহরের অনেকেই। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ড.কলিমুল হক বলেন, “ছাত্র ছাত্রীরা সফল হয়েছে। শুভেচ্ছা রইল। কিন্তু কোচিং সেন্টারের এমন শোভাযাত্রা মেনে নেওয়া যায় না। শুধু দুর্গাপুর নয়, দেশের কোথাও এটা বরদাস্ত করা উচিত নয়।” যদিও কোচিং সংস্থার এক প্রতিনিধি দাবি করেন, সারা দেশে এভাবেই তাঁরা ‘সেলিব্রেশন’ করে থাকেন!
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

