গতি কমাতে বললেও শোনেনি সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা! জামিন না মঞ্জুর করল আদালত

দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত চন্দননগরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৭) মৃত্যুর ঘটনায় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হয়। বিচারক তাকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তাকে জেরা করে দুর্ঘটনার তদন্তে যে যে জায়গায় ধোঁয়াশা রয়েছে তা পরিস্কার করবে পুলিশ। সরকারী আইনজীবী অনমিত্রা দে বলেন, “সমস্ত রেকর্ড খতিয়ে দেখে, সব দিক বিবেচনা করে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।” সুতন্দ্রার গাড়ির সহযাত্রী মিন্টু মন্ডলের দায়ের করা অভিযোগে রাজদেওকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। অভিযোগ, রাজদেওকে গাড়ির গতি কমাতে বললেও সে শোনেনি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
গত ২৩ ফেব্রুয়ারি রবিবার মাঝ রাতে পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার যুবতী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী তথা নৃত্যশিল্পী সুতন্দ্রার। গাড়ির রেষারেষি থেকেই ঘটনাটি ঘটেছে বলে সিসিটিভির ফুটেজ দেখিয়ে পরদিন সন্ধ্যায় জানান পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দ্বিতীয় গাড়িটি পানাগড়ের কাওয়ারিপট্টির গাড়ির যন্ত্রাংশ কাটাইয়ের ব্যবসায়ী বাবলু যাদবের। সেই রাতে গাড়িটি বাবলুই চালাচ্ছিল। দুর্ঘটনার পরে আশপাশের লোকজনের ভয়ে গাড়ি ফেলে পালিয়ে যায় বাবলু ও তার সঙ্গীরা। বাবলু এখন জেল হাজতে রয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
