ছাত্র বিক্ষোভে উত্তাল দুর্গাপুর সরকারি কলেজ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার সপ্তাহের প্রথম দিন ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের দুর্গাপুর সরকারি কলেজ। দর্শন বিভাগের পড়ুয়াদের অভিযোগ, ঠিকমতো ক্লাস হয় না। রুটিন মানা হয় না। গভীর রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জানানো হয় পরদিন ক্লাস আছে। ফলে অনেকের পক্ষে বিশেষ করে দূরের পড়ুয়াদের পক্ষে কলেজ আসা সম্ভব হয় না।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এই সব অভিযোগ তাঁরা কলেজের অধ্যক্ষকে লিখিত ভাবে জানানোয় দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তাঁদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তাঁদের। প্রতিবাদে এদিন তাঁরা অবস্থান বিক্ষোভ করেন। ছাত্র পরিষদ নেতা শুভজ্যোতি মজুমদার জানান, কয়েকজন শিক্ষক পরিকল্পনা করে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাইছেন কলেজে। এটা মেনে নেওয়া হবে না। অধ্যক্ষ দেবনাথ পালিত জানান, এটি কলেজের আভ্যন্তরীন বিষয়। সমস্যা যা হয়েছে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

