জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫ পেলেন দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই-এর দুই শিক্ষক, আরও ৫ জনকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস

জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫ পেলেন দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই-এর দুই শিক্ষক, আরও ৫ জনকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর আইটিআই শিক্ষকদের সাফল্যে গর্বিত দুর্গাপুর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ফের পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের সাফল্যে গর্বিত শহর। এবারে কলেজের দুই বিশিষ্ট শিক্ষক সুকান্ত কোনারইন্দ্রনীল মুখোপাধ্যায় নির্বাচিত হয়েছেন ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫’ (National Teachers’ Awards) পাওয়ার জন্য। ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক (MSDE) তাঁদের মনোনীত করেছে।

৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসে, নয়াদিল্লির বিজ্ঞান ভবন-এ আয়োজিত জাতীয় শিক্ষক পুরস্কার অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের হাতে এই সম্মান তুলে দেবেন। এ বছর গোটা দেশে ৪৫ জন শিক্ষককে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হবে, যার মধ্যে দু’জন দুর্গাপুর আইটিআই কলেজের শিক্ষক। স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠান তথা পশ্চিম বর্ধমান জেলার জন্য এটি এক বিশাল সম্মান।

শুধু তাই নয়, একই কলেজের আরও পাঁচজন শিক্ষককে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ভূষিত করা হচ্ছে। তাঁরা হলেন—

  • জন অ্যান্থনি কুপার (ফিটার)

  • রমেশ রক্ষিত (ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর, ২০২৩ সালের জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত)

  • অসীম কুমার মুখোপাধ্যায় (যন্ত্রবিদ)

  • ইন্দ্রনীল মুখোপাধ্যায় (ডিজেল মেকানিক বিভাগ)

  • অংশুমান সাহা (রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং বিভাগের ইন্সট্রাক্টর)

প্রসঙ্গত, ২০২৩ সালে করোনা লকডাউনের সময়ে শিক্ষক রমেশ রক্ষিত ছাত্রদের পিছিয়ে পড়া ঠেকাতে নিজস্ব ইউটিউব চ্যানেল তৈরি করে অনলাইনে প্রশিক্ষণ দিয়েছিলেন। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষক পুরস্কার পান। কলেজের উপ-অধিকর্তা অরিন্দম আচার্য বলেন, “এই সাফল্য দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই-কে রাজ্য তথা দেশের মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলল। দুই শিক্ষক জাতীয় পুরস্কার এবং আরও পাঁচজন এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাওয়া আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের।” জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫ এর জন্য নির্বাচিত শিক্ষক ইন্দ্রনীল মুখোপাধ্যায় বলেন, “আমাদের কলেজের শিক্ষার্থীদের উন্নয়নের জন্য আমরা সর্বদা সচেষ্ট। জাতীয় শিক্ষক পুরস্কার ও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাওয়া আমাদের কাছে গর্বের বিষয়।”

দুর্দান্ত সরকারি প্রকল্প! মাসে ৫০০০ টাকা, সঙ্গে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুর আইটিআই’র দুই শিক্ষক পেলেন জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫
News
দুর্গাপুর আইটিআই’র দুই শিক্ষক পেলেন জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫
:
দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই’র সুকান্ত কোনার ও ইন্দ্রনীল মুখোপাধ্যায় নির্বাচিত হয়েছেন জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫-এর জন্য। আরও ৫ শিক্ষক পেলেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড।
Published By

আরও খবর

error: Content is protected !!