রথের মেলায় প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার রুখতে উদ্যোগী ‘দুর্গাপুর গ্রিন ভলেন্টিয়ার্স’

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের রাজীব গান্ধী ময়দান যা চিত্রালয় ময়দান হিসাবে অনেকের কাছে পরিচিত, সেখানে প্রতি বছর রথের মেলা অনুষ্ঠিত হয়। এবারও বিশাল মেলা বসেছে। মেলায় অধিকাংশ দোকানে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করা হয়। এর ফলে দূষণের মাত্রা আরও বাড়ে। তা রুখতে উদ্যোগী হয়েছে ‘দুর্গাপুর গ্রিন ভলেন্টিয়ার্স’।
এবছর দুর্গাপুর গ্রিন ভলেন্টিয়ার্স রথের মেলা কমিটির সঙ্গে আলোচনা করে মেলায় পরিবেশ রক্ষা, আবর্জনামুক্ত রাখা এবং প্লাস্টিক ক্যারিব্যাগ রোধ করার উদ্যোগ নিয়েছে। মেলা কমিটি এই কাজের জন্য দুর্গাপুর গ্রিন ভলেনটিয়ার্সকে একটি স্টল দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই স্টলের উদ্বোধন করেন পুর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিদ্বজ্জন রণজিৎ গুহ, ডাঃ শর্মিষ্ঠা দাস, রাজীব ঘাঁটি, তাপস চট্টোপাধ্যায়, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা, মহম্মদ নাসিরুদ্দীন, চৈতালি সরকার, বর্ণালী ঘোষ এবং পরিবেশকর্মী কাজী নাসিরুদ্দীন, প্রসেনজিৎ চ্যাটার্জি, সঞ্জয় হাজরা, রাজেশ পাসোয়ান প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুর গ্রিন ভলেন্টিয়ার্স এর সম্পাদক কাজী নিজামউদ্দীন বলেন “আমরা প্রতিটি দোকানে লিফলেট দিয়েছি। অনুরোধ করেছি, প্লাস্টিক ক্যারিব্যাগ না দিতে এবং নিয়ম করে ডাস্টবিন ব্যবহার করতে। মেলায় আমাদের স্বেচ্ছাসেবীরা রোজ উপস্থিত থাকবেন। দোকানে দোকানে ঘুরবেন। পরিচ্ছন্ন দুর্গাপুর গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। মেলা কমিটি ও পুর নিগমের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, আমাদের এই কাজে সহযোগিতা করার জন্য।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

