হাজার হাজার ভক্তের রশির টানে এগোচ্ছে ইসকনের তিন রথ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দ্বাপরে যিনি ছিলেন কৃষ্ণ, তিনিই কলিতে জগন্নাথ। আজ রথযাত্রা। বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ, তিন ভাইবোন রথে চেপে যাচ্ছেন মাসির বাড়িতে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ইসকনেও তিথি মেনে এদিন শুরু হলো রথযাত্রা। প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে এবারের রথযাত্রা উৎসবের আয়োজন করছে ইসকন দুর্গাপুর। এতদিন একটি রথেই তিন ভাইবোনকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হত। এবারই প্রথম তিন জনের জন্য আলাদা তিনটি রথ নির্মাণ করা হয়েছে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
রাঢ়বঙ্গের মাটিতে প্রথমবারের মতো এবার তালধ্বজ রথে বলভদ্র, দর্পদলন রথে সুভদ্রা ও নন্দী ঘোষ রথে চেপে জগন্নাথ যাচ্ছেন আকবর রোড ময়দানের অস্থায়ী মাসির বাড়িতে। উল্টো রথের দিন পর্যন্ত সেখানে প্রসাদ বিতরণ করা হবে হাজার হাজার ভক্তকে। সঙ্গে থাকবে ভক্তিমূলক নানা অনুষ্ঠান। এদিন রথযাত্রার উদ্বোধন করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। ছিলেন মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা। হাজার হাজার ভক্তদের রশির টানে এগোচ্ছে তিনটি রথ।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

