দুর্গাপুর মেডিক্যাল ছাত্রী নির্যাতন: বিশেষ আদালতে চার্জ গঠন, ১৯ নভেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু
রাজসাক্ষী হতে অস্বীকার দুই অভিযুক্তের
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মেডিক্যাল ছাত্রী নির্যাতন মামলায় বড় অগ্রগতি। সোমবার দুর্গাপুরের বিশেষ আদালত অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে চার্জ গঠন করল। বিচারক লোকেশ পাঠক অভিযুক্তদের ফের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ১৯ নভেম্বর থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আজ মঙ্গলবার সাক্ষীর তালিকা জমা দেবেন আদালতে।
ওড়িশার বাসিন্দা ওই মেডিক্যাল ছাত্রীকে ১০ অক্টোবর রাতে নির্যাতনের অভিযোগ ওঠে। তদন্তের পর পুলিশ বিজড়া গ্রাম থেকে ফিরদৌস শেখ, রিয়াজউদ্দিন শেখ, অপু বাউড়ি, নাসিরউদ্দিন শেখ, সফিক শেখ এবং নির্যাতিতার সহপাঠী মালদার সিলামপুরের ওয়াসিফ আলিকে গ্রেফতার করে। অভিযোগ দায়ের হওয়ার মাত্র ২০ দিনের মধ্যে পুলিশ চার্জশিট জমা দেয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এদিন শুনানিতে প্রথমে সহপাঠী ওয়াসিফের ডিসচার্জ পিটিশন নিয়ে শুনানি হয়। তার আইনজীবী শেখর কুণ্ডু দাবি করেন, ধর্ষণের অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। তবে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় তা খারিজের আবেদন জানান। বিচারক শেষ পর্যন্ত ওই পিটিশন খারিজ করে দেন এবং চার্জ গঠনের নির্দেশ দেন। আগে রিয়াজউদ্দিন ও সফিক ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছিল। তাদের রাজসাক্ষী করার প্রক্রিয়া শুরু হলেও শেষমেশ তারা রাজসাক্ষী হতে রাজি হয়নি বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


