নারীদের উপর হিংসা বন্ধে দুর্গাপুরের ফার্মেসি কলেজের বিশেষ উদ্যোগ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর: মেয়েদের উপর অত্যাচার ও হিংসা বন্ধের ডাক দিয়ে গত ১০ ডিসেম্বর পদযাত্রা ও পথ নাটিকা করল দুর্গাপুরের Dr. B. C. Roy College of Pharmacy and Allied Health Sciences (BCRCP) এর পড়ুয়ারা। গত ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলা The International Day for the Elimination of Violence Against Women UNITE campaign এর আওতায় এই কর্মসূচী নেওয়া হয়। এবারের থিম ছিল “Every 10 Minutes, A Woman is Killed. #NOEXCUSE। 

কলেজ ক্যাম্পাস থেকে পদযাত্রার সূচনা করেন অধ্যক্ষ ড. সমীর কুমার সামন্ত। বিধান নগরের প্রায় ৫ কিমি পথ অতিক্রম করে পদযাত্রা আবার কলেজ গেটে এসে শেষ হয়। রাস্তায় গোল মার্কেট, মহকুমা হাসপাতালের সামনে, হাডকো মোড়ে এবং কলেজ গেটে নারীদের উপর গার্হ্যস্থ ও সামাজিক হিংসা বন্ধের ডাক দিয়ে পথ নাটিকা পরিবেশন করে পড়ুয়ারা। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

কর্মসূচী শেষে কলেজ গেটে পড়ুয়াদের স্বাগত জানান Dr. B. C. Roy Society এর সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, Dr. B. C. Roy Polytechnic এর অধ্যক্ষ ড. চন্দন কুমার ঘোষ, BCRCP এর অধ্যক্ষ ড. সমীর কুমার সামন্ত সহ সব ফ্যাকাল্টি ও কলেজের আধিকারিকেরা। এই কর্মসূচী আয়োজনের জন্য পড়ুয়া ও ফ্যাকাল্টিদের অভিনন্দন জানান সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
নারীদের উপর হিংসা বন্ধে দুর্গাপুরের ফার্মেসি কলেজের বিশেষ উদ্যোগ
News
নারীদের উপর হিংসা বন্ধে দুর্গাপুরের ফার্মেসি কলেজের বিশেষ উদ্যোগ
:
রাস্তায় গোল মার্কেট, মহকুমা হাসপাতালের সামনে, হাডকো মোড়ে এবং কলেজ গেটে নারীদের উপর গার্হ্যস্থ ও সামাজিক হিংসা বন্ধের ডাক দিয়ে পথ নাটিকা পরিবেশন করে পড়ুয়ারা। 
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!