নাটকীয় কায়দায় প্রায় ১ কেজির রুপোর বাট সহ দুর্গাপুরে ২ জনকে গ্রেফতার করল পুলিশ

দুর্গাপুর: সোনা-রুপোর দোকানে দাঁড়িয়ে দু’জন। ব্যাগ থেকে রুপোর বাট বের করে বিক্রি করবে বলে ঠিক করছিল। তখনই সাদা পোশাকে হাজির পুলিশ। রুপোর বাট সহ হাতেনাতে ধরা পড়ে গেল তারা। উদ্ধার হলো প্রায় ১ কেজি ওজনের রুপোর বাট। ধৃত প্রকাশ বাউড়ি দুর্গাপুর থানার এনআইটি ক্যাম্পাস সংলগ্ন এলাকার বাসিন্দা এবং অঙ্কিত চক্রবর্তী বেনাচিতির নেতাজি নগর কলোনি এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ধৃতরা দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে রুপোর গয়না চুরি করত। তারপর সেগুলি বাড়িতে গলিয়ে বাট তৈরি করত। পরে বিভিন্ন জায়গায় বিক্রি করত। শনিবার সন্ধ্যায় দু’জন চন্ডীদাস বাজারের একটি দোকানে গিয়েছিল রুপোর বাট বিক্রি করতে। গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ হানা দেয়। উদ্ধার হওয়া রুপোর বাটের বাজার মূল্য লক্ষাধিক টাকা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রবিবার ধৃতদের তোলা হয় দুর্গাপুর আদালতে। বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জেরা করে আরও রুপোর গয়না ও বাট রয়েছে কি না তার খোঁজ করবে পুলিশ। তাদের সঙ্গে আর কেউ যুক্ত কি না সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
