সিটি সেন্টারে তালাবন্ধ আবাসনে চুরির পান্ডাকে বিহার থেকে গ্রেফতার করল দুর্গাপুর থানা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারে তালাবন্ধ আবাসনে চুরির পান্ডাকে বিহার থেকে গ্রেফতার করল দুর্গাপুর থানা। বিহারের গয়া থেকে গ্রেফতার করা হয়েছে মহম্মদ আমীরকে। সোমবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ তাকে জেরা করে চক্রের বাকিদের হদিশ পেতে চাইছে।
পুলিশ সুত্রে খবর, বিহারের সুলতানগঞ্জের বাসিন্দা মহম্মদ আমীর ও তার সঙ্গীরা নিজেদের এসি সারাই কখনও টিভি সারাই মিস্ত্রীর পরিচয় দিয়ে এক দিনে একই এলাকার দু’তিনটি ফাঁকা তালাবন্ধ আবাসনে ঢুকে সব সাফ করে দিত। মাস দু’য়েক আগে দুর্গাপুরের সিটিসেন্টারে একটি তালাবন্ধ ফ্ল্যাটে এরা ঢুকতে যায়। তখন উল্টোদিকের ফ্ল্যাটের বাসিন্দা এক প্রৌঢ়া তারা কেন তালাবন্ধ ফ্ল্যাটে ঢুকতে চাইছে জানতে চান। তারা ব্যাঙ্ক কর্মী হিসাবে পরিচয় দেয়। জানায়, আবাসনের ইএমআই বাকি আছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পৌঢ়ার সন্দেহ হওয়ায় বুদ্ধি করে আশপাশের লোকদের ডাকতেই এরা পালিয়ে যায়। পুলিশ সুত্রে খবর, ওই দিন ওই গ্যাং এজোন এলাকাতে একটি তালাবন্ধ আবাসনে চুরি করার পরে সিটি সেন্টারে গিয়েছিল। প্রৌঢ়াকে দুর্গাপুর থানার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় সাহসিকতার জন্য। পুলিশ তদন্তে নেমে মহম্মদ আমীরের খোঁজ পায়। তার মোবাইল নম্বার ট্র্যাক করে তাকে গয়া থেকে গ্রেফতার করে দুর্গাপুর থানায় আনা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
