টোটোর দাপট রুখতে বাস-অটো ধর্মঘটে দ্বিতীয় দিনেও অচল দুর্গাপুর, অটো-টোটো অশান্তি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: টোটোর দাপট রুখতে বাস-অটো ধর্মঘটে দ্বিতীয় দিনেও অচল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহর।দুর্গাপুরে বেআইনি টোটো চলাচলকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মিনিবাস ও অটো চালকরা। টোটোর দাপট রুখতে সোমবার থেকে ধর্মঘটে নেমেছে মিনিবাস ও অটো সংগঠন। মঙ্গলবারও সেই ধর্মঘট অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
প্রান্তিকা মিনিবাস ও অটো স্ট্যান্ডে টোটোকে দাঁড়াতে না দেওয়ার সিদ্ধান্তে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের সঙ্গে চালকদের বচসাও হয় বলে জানা গেছে। মিনিবাস কর্মচারীদের অভিযোগ, “আমরা নিয়ম মেনে ট্যাক্স দিচ্ছি, পারমিট নিচ্ছি। অথচ টোটো নিয়ম ভেঙেই রাস্তায় চলছে। বারবার প্রশাসনের কাছে জানিয়েও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে পথে নেমেছি।”
Rakhi Combo Package: 1 Fridge Magnet, 2 Premium Rakhis, 1 Best Wishes Greeting Card. You can Buy here: https://amzn.to/3Uenhjh
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
হাডকো মোড়ে টোটোয় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে যাত্রী নামিয়ে দেন অটো চালকরা। পরে যাত্রীদের বিনা ভাড়ায় গন্তব্যে পৌঁছে দিয়ে তাঁরা বেআইনি টোটোর বিরুদ্ধে প্রতিবাদ জানান। অন্যদিকে, শহরের গণপরিবহণ প্রায় অচল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীরা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
