দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার সন্ধ্যায় এডিডিএ ও দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে দুর্গাপুর সম্মান ২০২৪ দেওয়া হল সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। সেখানে দুর্গাপুরের সফল উদ্যোগপতি থেকে শুরু করে প্রতিবন্ধকতা সত্বেও দুর্গাপুরের জন্য সাফল্য বয়ে আনা কৃতীদের সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পুন্নবলম এস, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সফল স্টার্ট আপের জন্য দুর্গাপুর সম্মান দেওয়া হয় দম্পতি বর্ষা ও চেতন খৈতানকে। উদ্যোগপতি নন্দিনী চৌধুরী, সুকন্যা মুখোপাধ্যায়কে সম্মান দেওয়া হয়। ‘দুর্গাপুর রত্ন’ প্রদান করা হয় দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বালিজুড়ি গ্রামের বাসিন্দা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও সম্মান প্রদান করা হয় বন্ধন ব্যাঙ্কের সিইও রতন কেশ ও তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তা বিমল পাটোয়ারিকে।
প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও দেশ-বিদেশ থেকে সাঁতার প্রতিযোগিতায় বহু পদক এনেছেন অনামিকা গড়াই। তাঁকে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এমএএমসি মডার্ন হাইস্কুলের প্রাক্তনী সেঁজুতি পাত্র আর্থিক প্রতিবন্ধকতা, মায়ের অকাল মৃত্যু সামলে বর্তমানে এমবিবিএসের দ্বিতীয় বর্ষে পাঠরতা। পড়াশোনার খরচের জন্য তাঁকে ১ লক্ষ টাকার চেক দেওয়া হয়। এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া কাঁকসার চুয়া গ্রামের বাসিন্দা বিক্রম ঘোষকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। সব শেষে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মনোময় ভট্টাচার্য। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।