৬ লক্ষ টাকা চুরির অভিযোগে গ্রেফতার দুর্গাপুরের স্কুলের হিসাবরক্ষক
ওয়াশিং মেশিন এবং কুলার চুরির অভিযোগও রয়েছে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ৬ লক্ষ টাকা চুরির অভিযোগে গ্রেফতার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের স্কুলের হিসাবরক্ষক। ধৃতের নাম মণীশ নারায়ণ। বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের হিসাবরক্ষক তিনি। তার বাড়ি ঝাড়খন্ডে। ভাড়া থাকেন ওই স্কুলের পাশের একটি বাড়িতে। স্কুল কর্তৃপক্ষ তার নামে বিধান নগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তাকে পুলিশ গ্রেফতার করে।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
পুলিশ তাকে ৭ দিনের হেফাজত চেয়ে রবিবার দুর্গাপুর আদালতে পেশ করে। পুলিশ সূত্রে খবর, স্কুল কর্তৃপক্ষ ৬ লক্ষ টাকা ছাড়াও ওয়াশিং মেশিন এবং কুলার চুরির অভিযোগ দায়ের করেছেন ধৃতের বিরুদ্ধে। তাকে হেফাজতে নিয়ে জেরা করে খোওয়া যাওয়া সামগ্রী এবং ৬ লক্ষ টাকা উদ্ধার করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ। (Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)


