প্রবাসী অধ্যাপকের অভিনব উদ্যোগে গণিতে আগ্রহ বাড়ছে দুর্গাপুরের স্কুলের পড়ুয়াদের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলে (উচ্চ মাধ্যমিক) পড়ুয়াদের গণিতে আগ্রহী করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছেন প্রবাসী অধ্যাপক ড. দীপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য। ২০২৪ সালের জানুয়ারি মাসে আমেরিকা থেকে মেসেঞ্জারে একটি ফোন কল পান স্কুলের প্রধান শিক্ষক ড. কালিমুল হক। নিজের পরিচয় দিয়ে বলেন, ‘আপনার স্কুলের রূপান্তরের গল্প সোশ্যাল মিডিয়ায় দেখেছি। ভীষণ অনুপ্রাণিত হয়েছি। আমি আপনার বিদ্যালয়ে গণিতের প্রসারে কিছু করতে চাই।”
ড. দীপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য আমেরিকার পেন ওয়েস্ট ইউনিভার্সিটি, ক্ল্যারিয়ন-এর এমেরিটাস অধ্যাপক। তিনি মা ও বাবার স্মৃতিতে ₹ ১.৫ লক্ষ বিদ্যালয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। সেই টাকা ব্যাঙ্কের স্থায়ী আমানতে জমা থাকবে। সুদ থেকে প্রতি বছর পুরস্কার দেওয়া হবে। তাঁর প্রস্তাব মতো প্রধান শিক্ষক ড. কালিমুল হক স্কুলে গণিতে সর্বোচ্চ নম্বর প্রাপকের জন্য চালু করেন বিশেষ পুরস্কার। ড. দীপেন্দ্র নারায়ণ ভট্টাচার্যের প্রস্তাব মতো পুরস্কারের নাম দেওয়া হয়েছে ‘শোভনা দেবী ও উপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য গণিত পুরস্কার’।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
২০২৫ সালে গণিতে সর্বোচ্চ নম্বর প্রাপক হিসাবে সেই পুরস্কার লাভ করেছে মেধাবী ছাত্র অভিষেক কুমার। পুরস্কার বাবদ ₹১০,০০০/- প্রদান করা হয়। গত ২ আগস্ট এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই পুরস্কার ও সম্মাননা প্রদান করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রধান শিক্ষক ড. কালিমুল হক বিদ্যালয়ের তরফে ডঃ দীপেন্দ্র নারায়ণ ভট্টাচার্যের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

