দুর্গাপুর স্পোর্টস কার্নিভালে উন্মাদনা কিকবক্সিং নিয়ে

দুর্গাপুর স্পোর্টস কার্নিভালে উন্মাদনা কিকবক্সিং নিয়ে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: দুর্গাপুর স্পোর্টস কার্নিভালে উন্মাদনা শুরু হয়েছে কিকবক্সিং নিয়ে। দুর্গাপুর ক্লাব সমন্বয় আয়োজিত স্পোর্টস কার্নিভালে ফুটবল, ক্যারাটে, অ্যাথলেটিক্স প্রভৃতি খেলার সাথে জায়গা করে নিয়েছে কিকবক্সিং। রবিবার ভগৎ সিং স্টেডিয়ামে কিক বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরিচালনার দায়িত্বে রয়েছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশন। প্রায় ১৯টি ক্যাটাগরিতে দেড়শোর বেশি প্রতিযোগী অংশ নেবে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকপ্রাপ্ত এই জেলার সাহানা খাতুন, আরাধ্যা ধীবর, উইভি মন্ডল, সমস্তু ঘোষ সেনাপতিদের মতো ক্রীড়াবিদরা অংশ নেবে। কিছুদিন আগেই দুর্গাপুর শহরে আয়োজিত হয় সাউথ বেঙ্গল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩৫০জন কিকবক্সিং খেলোয়াড় অংশগ্রহণ করে। ৪৭টি মেডেল পেয়ে প্রথম হয় ঝাড়গ্রাম জেলা। মোট ৪১টি মেডেল পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে পশ্চিম বর্ধমান জেলা। দুর্গাপুর স্পোর্টস কার্নিভালে ফের কিক বক্সিং প্রতিযোগিতা আয়োজিত হওয়ায় পশ্চিম বর্ধমান জেলার কিক বক্সিং প্রতিযোগীরা আরও একবার তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )।

Highlight
দুর্গাপুর স্পোর্টস কার্নিভালে উন্মাদনা কিকবক্সিং নিয়ে
News
দুর্গাপুর স্পোর্টস কার্নিভালে উন্মাদনা কিকবক্সিং নিয়ে
:
জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকপ্রাপ্ত এই জেলার সাহানা খাতুন, আরাধ্যা ধীবর, উইভি মন্ডল, সমস্তু ঘোষ সেনাপতিদের মতো ক্রীড়াবিদরা অংশ নেবে।
Published By
Durgapur Darpan

আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!