জ্বরে কাবু, চলছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, সরগরম হাসপাতাল

হাসপাতালের বেডেই উচ্চমাধ্যমিক পরীক্ষা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। বুধবার দ্বিতীয় দিন ছিল ইংরাজী পরীক্ষা। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সগড়ভাঙা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শুভজিৎ সমাদ্দার প্রবল জ্বরে আক্রান্ত হয়ে পড়ায় তাকে পরীক্ষা দিতে হচ্ছে হাসপাতালে বসে। নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশের নজরদারিতে ওই পরীক্ষার্থী দুর্গাপুর মহকুমা হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিচ্ছে। স্কুলের প্রধানশিক্ষক রাজীব চট্টোপাধ্যায় বলেন, “শুভজিৎ হঠাৎ জ্বরে কাবু হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাক, পরীক্ষা নেওয়ার সব ব্যবস্থা করে দিয়েছে সংসদ।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
জানা গিয়েছে, সগরভাঙায় বাড়ি ওই পরীক্ষার্থীর। তার পরীক্ষা কেন্দ্র হল দুর্গাপুর টিএন উচ্চ বিদ্যালয়। বাংলা পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে গিয়েই দিয়েছিল। কিন্তু তারপরেই সে জ্বরে পড়ে। সেদিনই তাকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। খবর পেয়ে সংসদের তরফে হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেন্টার ইনচার্জ ঋতপথিক ঘোষ বলেন, “আমাদের কাছে খবর ছিল ওই পরীক্ষার্থী অসুস্থ। হাসপাতালে ভর্তি রয়েছে। পরীক্ষা যাতে বাদ না যায় সেজন্য হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।” পরীক্ষা সুষ্ঠভাবে নেওয়ার জন্য জয়েন্ট কনভেনর কলিমুল হক, সেন্টার ইন চার্জ ঋতপথিক ঘোষ, ভেনু সুপারভাইজার দেবাশিস মুখার্জ্জী, বিদ্যালয়ের শিক্ষক জ্যোতির্ময় কুন্ডুকে ধন্যবাদ জানিয়েছেন সগড়ভাঙা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক রাজীব চট্টোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
