দুর্গাপুজোর আগে দূষণে জেরবার দুর্গাপুর, ক্ষোভে ফুঁসছেন শহরবাসী

ক্ষোভে কারখানায় ঢুকে পড়লেন স্থানীয়রা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি লৌহ ইস্পাত কারখানা থেকে গত কয়েকদিন ধরে ব্যাপক দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ। সন্ধ্যার পরে কুয়াশার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। বাইরে থাকা গাড়ির উপর ছাইয়ের আস্তরণ পড়ছে। শহরের অভিজাত এলাকা, সিটি সেন্টারের বাসিন্দারাও এমন অভিযোগ করছেন। বৃহস্পতিবার রাতে কড়ঙ্গপাড়ার একটি বেসরকারি কারখানা থেকে বিপুল পরিমাণ ছাই ও কালো ধোঁয়া বেরোতে দেখে সহ্যের সীমা ছাড়িয়ে যায় স্থানীয়দের। তাঁরা ওই কারখানার ভিতরে ঢুকে ক্ষোভে ফেটে পড়েন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তাঁদের বক্তব্য, বেশি মুনাফার লোভে কারখানায় দূষণ নিয়ন্ত্রক যন্ত্র বন্ধ রাখা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কোনও ব্যবস্থা নিচ্ছে না। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিচ্ছে। বিজেপির বর্ধমান সদরের জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “কারখানার মুনাফার জন্য এলাকাবাসীর সর্বনাশ মেনে নেওয়া হবে না কোনও ভাবে। ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং জাতীয় পরিবেশ আদালতে বিষয়টি ই-মেল করে জানানো হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
