ভারত জেতার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি চলে এল দুর্গাপুরে!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জেতার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি চলে এল ভারতে! দুবাইয়ের মাটিতে মুখোমুখি হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড।আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরুর আগেই দেশ জুড়ে টানটান উত্তেজনা। তারই মধ্যে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানার পাশে চলে এলো ‘চ্যাম্পিয়ন ট্রফি’।
তবে দেখে বোঝার উপায় নেই এটা আদতে মিষ্টি। থানার পাশের মিষ্টির দোকানের কারিগরদের কান্ড দেখে হতবাক এলাকাবাসী। এই মিষ্টির ট্রফি তৈরি করতে সময় লেগেছে তিন দিন। খরচ হল ১০ হাজার টাকা। লাগল ১০কেজি ছানা ও খোয়া। (The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিরাট কোহলি আর রোহিত শর্মা যতক্ষণ পিচে থাকবে ততক্ষণ আবার কম থাকবে পনিরের দাম। সেই সময় নেওয়া হবে ২৮০ টাকা দাম। দোকানের মালিক দীপক নাথ বলেন, “আই লাভ মাই ইন্ডিয়া। আমরা দেশকে ভালোবাসি সেই জন্যই এই ট্রফি বানিয়েছি। আমরাও চাই দেশ চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিক। সেইজন্য এই ভাবনা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
