৫৬ বছর বয়সে এভারেস্ট বেস ক্যাম্প জয় শিক্ষিকার
বয়স কোনও বাধা নয়, ইচ্ছাশক্তিই আসল!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বয়স শুধু সংখ্যা— তা আবারও প্রমাণ করলেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল গার্লস হাই স্কুলের শিক্ষিকা মীরা সাহা। ৫৬ বছর বয়সে অসম্ভবকে সম্ভব করে ট্রেক করে পৌঁছে গেলেন এভারেস্ট বেস ক্যাম্পে।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫৩৬৪ মিটার বা ১৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই বেস ক্যাম্পে পৌঁছনো সহজ নয়। কিন্তু দৃঢ় ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও প্রস্তুতিই তাঁর স্বপ্নপূরণের মূল চাবিকাঠি। মীরা জানান, “এক বছর ধরে নিয়মিত শরীরচর্চা ও মানসিক প্রস্তুতি নিয়েছিলাম। এভারেস্টকে কাছ থেকে দেখার স্বপ্ন ছিল বহু দিনের—অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
৮ অক্টোবর লুকলা থেকে শুরু হয় তাঁর অভিযাত্রা। প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার পথ হাঁটতে হয়েছে মাইনাস ১০ থেকে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কঠিন আবহাওয়া, দুরূহ পাহাড়ি পথ, শ্বাসকষ্ট—সব বাধা পেরিয়ে ১৪ অক্টোবর পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্পে।তিনি জানান, “পুরো যাত্রাপথ ছিল দুঃসাহসিক ও চ্যালেঞ্জে ভরা, তবে অভিজ্ঞতা ছিল অনন্য।” মীরা-র ইচ্ছে, তাঁর এই ট্রেকিং অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নেওয়ার—যাতে তারা অনুপ্রাণিত হয় নতুন লক্ষ্য স্থির করতে ও শারীরিকভাবে সক্রিয় থাকতে। তাঁর কথায়, “ট্রেকিং বা যে কোনও অভিযানে শারীরিক ও মানসিক সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বয়স কোনও বাধা নয়, ইচ্ছাশক্তিই আসল শক্তি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


