গ্রুপ সি অযোগ্যের তালিকায় রয়েছেন দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ছেলে
স্কুলে কোনও ক্লার্ক নেই এখন
সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্যে অযোগ্য বা দাগি শিক্ষা কর্মীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই নানা সূত্রে সেই তালিকা প্রকাশ্যে চলে এসেছে। তালিকায় নাম রয়েছে মোট ৩ হাজার ৫৯১ জনের। যাঁদের মধ্যে গ্রুপ সি-তে ওএমআর জালিয়াতি করে চাকরি পেয়েছিলেন ৭৮৩ জন। এছাড়াও, সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছেন ৫৭ জন অযোগ্য। গ্রুপ ডি-র পাতায় দাগিদের সংখ্যা ১ হাজার ৭৪১।
গ্রুপ সি অযোগ্যদের তালিকায় রয়েছেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতা সমীর মুখোপাধ্যায়ের ছেলে অর্ণব মুখোপাধ্যায়। জানা গিয়েছে, ২০১৮ সালে দুর্গাপুর প্রজেক্টস টাউন বয়েজ হাইস্কুলে গ্রুপ সি পদে যোগ দিয়েছিলেন অর্ণব মুখোপাধ্যায়। অযোগ্যদের তালিকায় নাম থাকায় এপ্রিল থেকে স্কুলে আসা বন্ধ করে দেন তিনি। দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আসার পরে দেখা গিয়েছে, সেখানে রয়েছে অর্ণব মুখোপাধ্যায়য়ের নাম।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দুর্গাপুর প্রজেক্টস টাউনশিপ বয়েজ হাইস্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষিকা জ্যোতি মিশ্র আচার্য জানান, আদালতের নির্দেশের পর থেকেই তিনি ও আর একজন আসছেন না। তিনি বলেন, দুই ক্লার্কের একজনও আসেছেন না তখন থেকে। ফলে স্কুলে সমস্যা হচ্ছে নানা ভাবে। সবাই মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


