দুর্গাপুর শহরে ভগ্নদশায় শিশুশিক্ষা কেন্দ্র, ঝুঁকিতে শতাধিক পড়ুয়া

দুর্গাপুর শহরে ভগ্নদশায় শিশুশিক্ষা কেন্দ্র, ঝুঁকিতে শতাধিক পড়ুয়া
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের মোজরাকোঁন্দায় ২০০৫ সালে শিশুশিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের তৎকালীন মন্ত্রী উপেন কিস্কু।  অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের আর্থিক সহায়তায় এবং দুর্গাপুর নগর নিগমের সহযোগিতায় এই শিশুশিক্ষা কেন্দ্র নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে শিশুশিক্ষা কেন্দ্রের ভবন দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

জানা গিয়েছে, ওই শিশুশিক্ষা কেন্দ্রে একশোর বেশি ছাত্র ছাত্রী রয়েছে। ছাদ ও দেওয়ালে চওড়া ফাটল। জানলা ভাঙা। যে কোনও সময় বড় বিপদ ঘটে যেতে পারে বলে আশঙ্কা। শৌচাগার ভেঙে পড়েছে। এই পরিস্থিতির মধ্যেই চলে ক্লাস। একমাত্র টিউবওয়েলটিও অকেজো হয়ে গিয়েছিল। বিজেপির সুশাসন বিভাগের সদস্যরা সম্প্রতি ওই শিশুশিক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়েছিল। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে তাঁরা টিউবলটি চালু করার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বলেন, “দুর্গাপুরের প্রশাসন, নগর নিগম কর্পোরেশন, এডিডিএ- সবার কাছে আমাদের আর্জি, যত দ্রুত সম্ভব শিশুশিক্ষা কেন্দ্রের ভবনটি মেরামত করার ব্যবস্থা করা হোক যাতে সেখানকার ছেলে মেয়েরা নিশ্চিন্তে ক্লাস করতে পারে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুর শহরে ভগ্নদশায় শিশুশিক্ষা কেন্দ্র, ঝুঁকিতে শতাধিক পড়ুয়া
News
দুর্গাপুর শহরে ভগ্নদশায় শিশুশিক্ষা কেন্দ্র, ঝুঁকিতে শতাধিক পড়ুয়া
:
ওই শিশুশিক্ষা কেন্দ্রে একশোর বেশি ছাত্র ছাত্রী রয়েছে। ছাদ ও দেওয়ালে চওড়া ফাটল। জানলা ভাঙা। যে কোনও সময় বড় বিপদ ঘটে যেতে পারে বলে আশঙ্কা। শৌচাগার ভেঙে পড়েছে।
Published By
error: Content is protected !!