দুর্গাপুরের কবিগুরু এলাকা দিয়ে বয়ে যাচ্ছে নদী!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নদী বয়ে যাচ্ছে শহরের প্রাণকেন্দ্র দিয়ে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু রোডের সবজি বাজার এলাকা শনিবার দুপুরে জলমগ্ন হয়ে পড়ে। কিছুক্ষণের বৃষ্টিতে নদীর মতো জল বয়ে যেতে থাকে ওই এলাকা দিয়ে। রাস্তার জল ঢুকে পড়ে আশপাশের দোকানপাটে। চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা, বাজারের ক্রেতা ও বিক্রেতারা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
হাঁটুজল পেরিয়ে সবজি কিনতে হয় ক্রেতাদের। ভোগান্তির মুখে ব্যবসায়ীরাও। শহরের অন্যতম ব্যস্ত এই বাজার এলাকায় বছরের পর বছর ধরে জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। প্রশাসনের নজরদারির অভাব ও পরিকাঠামোর দুর্বলতাই এই দুর্দশার প্রধান কারণ, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণ পরে জল নেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

