ষ্টার ফর এভার মিস টিন ইন্ডিয়া প্রতিযোগিতায় যোগ দিতে চলেছেন দুর্গাপুরের কিশোরী মনসৃজা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মনসৃজা মুখোপাধ্যায় আগেই ন্যাশনাল গোল্ডেন আইকন শিরোপা জিতেছেন। এবার তিনি এগিয়ে চলেছেন আরও বড় মঞ্চের দিকে। তিনি প্রশিক্ষণ নিয়েছেন একটি সংস্থায়। সেই সংস্থার তরফে পারমি গোস্বামী বলেন, “আমাদের সংস্থায় দুর্গাপুরের কিশোরী ও যুবতীদের মডেলিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর তারা রাজ্য ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা তুলে ধরে সাফল্য অর্জন করছে। মনসৃজা এবার ষ্টার ফরএভার মিস টিন ইন্ডিয়ায় অংশ নিতে চলেছে।” আত্মবিশ্বাসী মনসৃজা বলেন, “আমি সবসময় নিজেকে বিজয়ী মনে করি। সিটি উইনার হয়েছি। এবার রাজ্যস্তর পেরিয়ে মিস টিন ইন্ডিয়ার মঞ্চে পৌঁছে গিয়ে নিজের স্বপ্নকে সত্যি করব।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
