উত্তরকন্যা অভিযানে অশান্তির প্রতিবাদে ডিভিসি মোড়ে রাস্তা অবরোধ করল ডিওয়াইএফআই

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিভিসি মোড়ে উত্তরকন্যা অভিযানে অশান্তির প্রতিবাদে রাস্তা অবরোধ করে ডিওয়াইএফআই। উত্তরকন্যা অভিযানে ডিওয়াইএফআই এর উপর হামলার অভিযোগ ওঠে। প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয় রবিবার সন্ধ্যায়। ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ রাস্তা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
প্রায় ১৫ মিনিট ধরে অবরোধ চলার পর উঠে যায়। ডিওয়াইএফআই এর দুর্গাপুর ৩ নম্বর লোকাল কমিটির সম্পাদক রোহন শর্মা বলেন, “বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই। সেখানে পুলিশ ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের উপর নির্মম অত্যাচার করেছে। আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমেছি। পুলিশকেও আমরা সতর্ক করছি, তারা সংবিধান মেনে চলুক।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
