দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে আর জি কর কান্ডের প্রতিবাদে মিছিল বের করেছিল ডিওয়াইএফআই। দুর্গাপুর নগর নিগমের পাশ দিয়ে মিছিলটি যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। এরপর হাতাহাতি, ইট বৃষ্টি শুরু হয়। বোমাবাজি, ভাঙচুর করা হয় সিপিএমের দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনে। একের পর এক বোমা ফাটতে থাকে এলাকা জুড়ে। জখম হন অনেকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বৃহস্পতিবার সকালে বিমল দাশগুপ্ত ভবনে আসেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, তৃণমূল ও পুলিশের নিষ্ক্রিয়তা দায়ী। সিপিএমের প্রাক্তন নেতা তৃণমূলে গিয়ে নেতৃত্ব দিয়েছেন এই ঘটনায়। মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন। তবে আর জি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন কোনভাবেই থামবে না। আন্দোলন দেখে ভয় পেয়েছে বলেই এই ধরণের হামলার ঘটনা ঘটাচ্ছে শাসক দল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।