দুর্গাপুর: সাত সকালে দুর্গাপুরের তিনটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইডির হানা। কেন এই ইডি অভিযান তা এখনও জানা যায়নি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এলাকা। চলছে অভিযান। এদিন শোভাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, মলানদিঘির বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজবাঁধের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চলছে। অভিযান চলছে শেষ দুই মেডিক্যাল কলেজের মালিকের বাড়িতেও।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাক্তারিতে এনআরআই কোটায় ভর্তি সংক্রান্ত কোনও দুর্নীতির তদন্তে এই অভিযান চালাচ্ছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই রাজ্যের আরও কয়েকটি মেডিকেল কলেজে চলছে অভিযান। অভিযান চলছে দেশের অন্যান্য রাজ্যেও। মঙ্গলবার ভোর থেকে দুর্গাপুরের তিনটি মেডিিকেল কলেজে অভিযান শুরু হয়। একই সঙ্গে মলানদিঘির কলেজের মালিক পার্থ পবির বিধাননগরের বাড়িতে ও রাজবাঁধের কলেজের মালিক রণেন্দ্রনাথ মজুমদারের পানাগড়ের বাড়িতেও অভিযান চলে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বেসরকারি মেডিকেল কলেজে অনাবাসী ভারতীয়দের কোটায় ছাত্র ভর্তির দুর্নীতির মামলায় দেশ জুড়ে অভিযানে নেমেছে ইডি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।