
দুর্গাপুর দর্পণ, বুদবুদ: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে পোল থেকে মাটিতে পড়ে মৃত্য়ু হল এক যুবকের। মৃত যুবকের নাম সোমনাথ ঘোষ (৩০)। গলসি থানা এলাকার বাসিন্দা। হাইমাস্ট লাইট ঠিক করতে পোলে উঠেছিল সে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুদবুদ থানার তিলডাং মোড়ে। ঘটনাস্থলে যায় বুদবুদ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, ওই যুবক যখন কাজ করতে উঠেছিল তখন মেন লাইন বন্ধ ছিল না। সেই কারণেই মৃত্যু হয় সোমনাথের। বুদবুদের বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার প্রীতম মন্ডল বলেন, “আমাদের কাছে কোন তথ্য ছিল না। আমাদের না জানিয়েই, শাটডাউন না করে পোলে উঠেছিল ওই যুবক।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
