বদলি ঘিরে চরম সমস্যায় ১৮ কর্মী, দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে গেট আটকে বিক্ষোভ

বদলি ঘিরে চরম সমস্যায় ১৮ কর্মী, দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে গেট আটকে বিক্ষোভ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্য সরকারের সংস্থা পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের (ডিপিএল) ১৮ জন স্থায়ী কর্মীর ভিন জেলায় বদলির নির্দেশ জারি হয়েছে। তাঁদের ডেপুটেশনে পাঠানো হয়েছে খাদ্য দফতরে। খাদ্য দফতর থেকে তাঁদের বিভিন্ন জেলায় পোস্টিং দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হঠাৎ হঠাৎ পোস্টিংয়ের স্থান বদলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।

দীর্ঘদিন ধরে ডিপিএলে চাকরি করার পরে এই বদলির সিদ্ধান্তে এমনিতেই তাঁরা সমস্যায় পড়েন। তার উপর নতুন কর্মস্থলে যোগ দিতে গিয়ে কর্মীরা দেখেন, থাকার আবাসন নেই। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা নেই। অথচ দূরত্বের কারণে প্রতিদিন যাতায়াত করাও কার্যত অসম্ভব। কারণ, সব জায়গায় বাস, ট্রেনের সঠিক যোগাযোগ নেই। ডিপিএল কর্তৃপক্ষকে বলেও কোনও ফল হয়নি বলে অভিযোগ।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

এই পরিস্থিতিতে শনিবার ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। এদিন তাঁরা ডিপিএলের প্রশাসনিক ভবনের মূল গেট আটকে অবস্থান বিক্ষোভ শুরু করেন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা বদলির বিরোধিতা করছেন না, কিন্তু যেসব জায়গায় পাঠানো হয়েছে, সেখানে ন্যূনতম সুযোগ-সুবিধারও অভাব রয়েছে। সেখানে থাকা সম্ভব নয়। আবার, প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করাও তাঁদের পক্ষে কার্যত অসম্ভব। তাছাড়া, যাঁদের ভিন জেলাতে ডেপুটেশনে পাঠানো হয়েছে, তাঁদেরও একই পরিমাণ ভাতা দেওয়া হচ্ছে। ভিন জেলার জন্য অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে না।

অবিলম্বে ডিপিএলের দুর্গাপুরের কর্মীদের মতো তাঁদেরও কর্মস্থলে উপযুক্ত থাকার ব্যবস্থা করতে হবে। চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। বিক্ষোভকারীদের বক্তব্য, দুর্গাপুরে যে সুবিধা পাওয়া যায়, তাঁদেরও সেটার ব্যবস্থা করতে হবে। দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো হবে।  (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
বদলি ঘিরে চরম সমস্যায় ১৮ কর্মী, দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে গেট আটকে বিক্ষোভ
News
বদলি ঘিরে চরম সমস্যায় ১৮ কর্মী, দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে গেট আটকে বিক্ষোভ
:
তাঁদের ডেপুটেশনে পাঠানো হয়েছে খাদ্য দফতরে। খাদ্য দফতর থেকে তাঁদের বিভিন্ন জেলায় পোস্টিং দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হঠাৎ হঠাৎ পোস্টিংয়ের স্থান বদলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।
Published By
error: Content is protected !!