দুর্গাপুরে জাতীয় সড়কের সার্ভিস রোড দখল করে ‘পার্কিং জোন’!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে জাতীয় সড়কের সার্ভিস রোড দখল করে ‘পার্কিং জোন’ গড়ে উঠেছে। ১৯ নম্বর জাতীয় সড়কের ভিড়িঙ্গি মোড় এর সার্ভিস রোড এবং গান্ধী মোড়ের সার্ভিস রোডে বাড়ছে যানজট। কারণ সার্ভিস রোডে অবৈধভাবে দাঁড়িয়ে রয়েছে ছোট বড় ট্রাক ও গাড়ি। এছাড়াও গান্ধী মোড় থেকে ভিড়িঙ্গি মোড় যাওয়ার জাতীয় সড়কের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে ট্রাক ডাম্পার। বাড়ছে যানজট। দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মেরে ঘটছে দুর্ঘটনা। সার্ভিস রোড দখল করে গাড়ির গ্যারেজও চলছে রমরমিয়ে। ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় আশপাশের সাধারণ মানুষকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পথচলতি কানু পাল বলেন, “এই রাস্তা দিয়ে যেতে ভয় লাগে। যেভাবে ভারী ভারী যানবাহন দাঁড়িয়ে থাকে, তাতে সব সময় আতঙ্ক নিয়ে যাতায়াত করতে হয়।” জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “ট্রাক ডাম্পারের পার্কিং জোন হয়ে গিয়েছে জাতীয় সড়ক ও সার্ভিস রোড। পুলিশ নির্বিকার। পুলিশ শুধু টাকা তুলতেই ব্যস্ত। বারে বারে দুর্ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।” যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার বলেন, “জাতীয় সড়কের ধারে অবৈধ পার্কিং বা জাতীয় সড়কের ধারে ট্রাক ডাম্পার দাঁড়িয়ে থাকলেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জরিমানা করা হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

