দুর্গাপুরেও চলছে জোর তল্লাশি, রাজ্য জুড়ে ইডি অভিযান

দুর্গাপুরেও চলছে জোর তল্লাশি, রাজ্য জুড়ে ইডি অভিযান
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

কয়লা-বালি পাচার চক্রের বিরুদ্ধে তৎপরতা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ফের একবার কয়লা-বালি পাচার চক্রের বিরুদ্ধে তৎপরতা শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ২০টিরও বেশি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। শুধু বাংলা নয়, একই মামলার সূত্র ধরে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতেও একযোগে তল্লাশি চলছে। ইডি সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। ওই ব্যবসায়ী নারায়ণ খারকা—যাকে এর আগেও কয়লা পাচার মামলার তদন্তের স্বার্থে দিল্লিতে তলব করা হয়েছিল।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

কয়লার পাশাপাশি বালি পাচার মামলা নিয়েও সক্রিয় হয়েছে ইডি। তল্লাশির তালিকায় রয়েছে কলকাতা, দুর্গাপুর, হাওড়া, পুরুলিয়া সহ একাধিক জায়গা। সিআরপিএফকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকেরা নারায়ণ খারকা ছাড়াও  যুধিষ্ঠির ঘোষ, কৃষ্ণ মুরারি কয়াল সহ আরও অনেকের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। দুর্গাপুরের বিধাননগরের সালাপুরিয়া আবাসন, সেপকো টাউনশিপ, অম্বুজা টাউনশিপ সহ নানা জায়গায় বাড়ি ও অফিসে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। পাণ্ডবেশ্বরেও এক বালি, কয়লা কারবারির বাড়িতে চলছে তল্লাশি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!