ধসে তলিয়ে গেল আস্ত স্কুল, আতঙ্কে বাড়ির বাইরে রাত কাটাচ্ছেন বাসিন্দারা

দুর্গাপুর: মঙ্গলবার সন্ধ্যায় খনির ধসে আস্ত স্কুল হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের কাজোড়ায়। এদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ খাস কাজোড়ার আজির বাগান এলাকার ওই বেসরকারি স্কুলটির একাংশ ভেঙে পড়ে। তবে রাতের বেলায় স্কুল বন্ধ থাকায় বড় বিপদ ঘটেনি। চরম আতঙ্কে এলাকার মানুষ রাত কাটাচ্ছেন বাড়ির বাইরে। এলাকার যে কোনও জায়গা ধসের কবলে পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এলাকাবাসীর দাবি, ইসিএল কর্তৃপক্ষ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা উত্তোলন করেন। কয়লা তোলার পরে ফাঁকা জায়গা ভরাট করা হয় না। তাই এই ধস। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ আসে। ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এলাকাটি বিপজ্জনক বলে চিহ্নিত করে ঘিরে দেয়। এলাকার বাসিন্দার ব্যাপক আতঙ্কে রাত কাটাচ্ছেন। তাঁরা জানিয়েছেন, কয়েকটি বাড়িতেও ফাটল ধরেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
