সুরপরিষদ আয়োজিত সন্ধ্যা সঙ্গীতে মাতোয়ারা ইস্পাতনগরী

সুরপরিষদ আয়োজিত সন্ধ্যা সঙ্গীতে মাতোয়ারা ইস্পাতনগরী
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের দয়ানন্দ রোডের উপাসনা সভাগৃহে গত ২০ জুন সন্ধ্যায় দুর্গাপুর সুর পরিষদ মিউজিক্যাল অ্যাকাডেমি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সন্ধ্যা সঙ্গীত’ এর আয়োজন করে। সুর পরিষদের শিল্পী, শিক্ষার্থীরা ছাড়াও অংশগ্রহণ করেন স্থানীয় কিছু আমন্ত্রিত সাংস্কৃতিক সংস্থার সদস্য। সঙ্গীত ও আবৃত্তির ডালি সাজিয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে দেন তাঁরা। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৌত্র সৌম্য শংকর বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সুপরিচিত সাহিত্যসেবী রণজিৎ গুহ, অরুণাভ গুহ, মীনাক্ষী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার অধ্যক্ষা আনন্দিতা রায়, অন্যতম প্রশিক্ষক বিশ্বায়ন রায়, বিথীন রায় প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী ও সংস্থাগুলিকে স্মারক সম্মান প্রদান করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
সুরপরিষদ আয়োজিত সন্ধ্যা সঙ্গীতে মাতোয়ারা ইস্পাতনগরী
News
সুরপরিষদ আয়োজিত সন্ধ্যা সঙ্গীতে মাতোয়ারা ইস্পাতনগরী
:
দুর্গাপুর সুর পরিষদ মিউজিক্যাল অ্যাকাডেমি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 'সন্ধ্যা সঙ্গীত' এর আয়োজন করে। সুর পরিষদের শিল্পী, শিক্ষার্থীরা ছাড়াও অংশগ্রহণ করেন স্থানীয় কিছু আমন্ত্রিত সাংস্কৃতিক সংস্থার সদস্য।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!