দুর্গাপুরে সম্প্রীতির দৃষ্টান্ত — মুসলিম যুবকের উদ্যোগে কালীপুজো
বিসর্জনে হিন্দু-মুসলিম মিলনমেলা
সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির—মুসলিম যুবকের উদ্যোগে কালীপুজো। দুর্গাপুরের এমএএমসি শ্রীপল্লী নেলসন অ্যাথলেটিক ক্লাবে দেখা গেল অনন্য বার্তা। মুসলিম যুবক সুরজ শেখ নিজের উদ্যোগে হিন্দুদের সঙ্গে মিলে আয়োজন করলেন কালীপুজো। শুক্রবার সন্ধ্যায় বিসর্জনের মুহূর্তে এক অসাধারণ সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি ধরা পড়ল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুজোর মূল উদ্যোক্তা সুরজ শেখ বলেন, “আমরা এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে থাকি। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, এক থালায় খেয়েছি। ধর্ম নিয়ে বিভেদ আমাদের কাছে অর্থহীন। ধর্ম যার যার, উৎসব সবার। সবাইকে অনুরোধ করব—ধর্মকে সম্মান করুন, কিন্তু মানবতার উপরে কোনও ধর্ম নয়। আমরা সবাই যেন একসাথে থাকতে পারি।” স্থানীয় বাসিন্দারা জানান, এই পুজো ধর্মীয় উৎসবের বেড়াজালে আবদ্ধ নয়, বরং মানুষের মধ্যে ভালোবাসা, সহাবস্থান ও মানবিকতার বার্তা বহন করছে। বিসর্জনের সময় সর্বধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


