রিফিলিং চলাকালীন বিস্ফোরণ, কেঁপে উঠল দুর্গাপুরের সিটি সেন্টার

গুরুতর জখম টেকনিশিয়ান
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিকট শব্দ, ঘন ধোঁয়া। আশপাশের বাড়ির কাঁচের জানলা ভেঙে পড়ল ঝনঝন করে। বুধবার বিকালে আচমকা কেঁপে উঠল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের ম্যাক্সমুলার পথ এলাকা। জানা গিয়েছে, একটি বাড়ির ভেতরে ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং চলাকালীন আচমকাই ঘটে বিস্ফোরণ। গুরুতর জখম হন টেকনিশিয়ান দেবরাজ সোম। তাঁকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে গান্ধী মোড়ের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে চারদিকে ছিটকে পড়ে। হুড়মুড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন আতঙ্কিত বাসিন্দারা। অভিযোগ, বহুদিন ধরেই ওই বাড়ির ভেতরে বিপজ্জনকভাবে এক্সটিংগুইশার রিফিলিং-এর কাজ চলছিল। স্থানীয়দের অনুরোধ সত্ত্বেও বাড়ির মালিক কোনও ব্যবস্থা নেননি। দেবরাজের সহকর্মী আজাদ খান জানান, এক্সটিংগুইশারটি পুরনো ছিল। নাইট্রোজেন ভরার সময় অতিরিক্ত চাপ তৈরি হওয়াতেই তা ফেটে যায়। দেবরাজের হাত ও পেটে গুরুতর আঘাত লাগে।
পাশের বাড়ির এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “হঠাৎ বিস্ফোরণের শব্দে আমাদের জানলার কাঁচ ভেঙে পড়ে। আতঙ্কে বুঝতে পারিনি কী করব। আহত যুবককে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে পাঠাতে হয়। এভাবে আবাসিক এলাকায় বিপজ্জনক কাজ চলতে থাকলে যে কোনও সময় আরও বড় বিপদ ঘটতে পারে। আবাসিক এলাকায় এই ধরণের বেআইনি কাজ কেন বন্ধ করছে না প্রশাসন?”
আবাসিক এলাকায় কীভাবে এমন ঝুঁকিপূর্ণ কাজের অনুমতি মিলল? প্রশাসনের নজরদারি কোথায়? এমন সব নানা প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। তাঁদের দাবি, অবিলম্বে পাড়ার ভিতর এই বিপজ্জনক কাজ বন্ধ করতে হবে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। নইলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
