কুসুমতলা প্রাথমিক স্কুলে পানীয় জলের মেশিন দিলেন কারখানা কর্তৃপক্ষ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর চক্রের কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের জন্য শীতল বিশুদ্ধ পানীয় জলের মেশিন বসল। ওই স্কুলের পক্ষ থেকে মেশিনের জন্য আর্থিক সাহায্য দিয়ে বিভিন্ন সংস্থার কাছে দরবার করেন শিক্ষক শিক্ষিকারা। শেষ পর্যন্ত একটি কারখানা কর্তৃপক্ষ এগিয়ে আসেন। সিএসআর ফান্ডের তহবিল থেকে লক্ষাধিক টাকা মূল্যের পরিশুদ্ধ শীতল পানীয় জলের ইউ ভি মেশিন প্রদান করা হয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শিক্ষক ও সমাজসেবী চিরঞ্জিত ধীবর জানান, পুরনিগমের জল এসে সিমেন্টের ট্যাঙ্কে জমা হয়। ট্যাঙ্ক নিয়মিত পরিস্কার হয় না। ফলে মাঝে মাঝেই ঘোলা জল বের হয়। সেই জল খেতে চায় না ছাত্র ছাত্রীরা। তার উপরে পেটের রোগ হয়। তাই তিনি এবং স্কুলের শিক্ষিকা শর্মিষ্ঠা ঘোষ, মানসী কুন্ডু, মোনালিসা খাতুন প্রমুখ বিভিন্ন সংস্থার কাছে স্কুলের পক্ষ থেকে আবেদন করেন। শেষ পর্যন্ত এগিয়ে এসেছেন কারখানা কর্তৃপক্ষ। এর জেরে খুশির হাওয়া স্কুলে। স্কুলের প্রধান শিক্ষিকা শ্যামলী মাঝি বলেন, “ছাত্র ছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিতে পেরে আমাদের খুব ভাল লাগছে।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

