সারের দাম কমার আশায় স্বস্তিতে চাষিরা

সারের দাম কমার আশায় স্বস্তিতে চাষিরা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

জিএসটির পরিবর্তনে কমবে সারের দাম? আশায় চাষিরা 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অ্যামোনিয়া ও সালফিউরিক অ্যাসিডের উপর জিএসটির হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। ফলে সারের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশাবাদী কৃষক এবং শিল্প মহল। ধান চাষের মরশুমে যখন এক ব্যাগ (৫০ কেজি) সার কিনতে প্রায় ১৯০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছিল চাষিদের, তখন এই সিদ্ধান্ত খানিকটা স্বস্তি এনে দিল বলে মনে করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (FAI) দাবি জানিয়ে আসছিল, সারের ইনপুটে উচ্চ হারে জিএসটি বসানোর ফলে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের সৃষ্টি হচ্ছে, যা উৎপাদকদের কাছে আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছিল। অনেক ক্ষেত্রে উৎপাদিত সারে ৫ শতাংশ জিএসটি হলেও, কাঁচামালে ১৮ শতাংশ কর বসানোয় কোম্পানিগুলোর ইনপুট ট্যাক্স ক্রেডিট আটকে থাকত।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

জিএসটি কমানোর সিদ্ধান্তে যেমন কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সাহায্য করবে, তেমনই বাজারে সারের দাম নিয়ন্ত্রণে আনতেও ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। সরকারের এই সিদ্ধান্ত চাষিদের জন্য এক ইতিবাচক বার্তা বলেই মনে করছে কৃষি মহল। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসা ব্লকের চাষি সুভাষ ক্ষেত্রপাল বলেন, “চাষের সার কিনতে গিয়ে মাথায় হাত পড়ছিল। এখন শুনছি জিএসটি কমেছে। ফলে সারের দাম কমবে বলে আশা করা যায়। সত্যিই যদি দাম কমে তাহলে আমাদের কপাল খানিকটা খুলবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
সারের দাম কমার আশায় স্বস্তিতে চাষিরা
News
সারের দাম কমার আশায় স্বস্তিতে চাষিরা
:
অ্যামোনিয়া ও সালফিউরিক অ্যাসিডের উপর জিএসটির হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। ফলে সারের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশাবাদী কৃষক এবং শিল্প মহল।
Published By

আরও খবর

error: Content is protected !!