দুর্গাপুরে স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনা, মৃত্যু এক শ্রমিকের, জখম পাঁচ

দুর্গাপুরে স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনা, মৃত্যু এক শ্রমিকের, জখম পাঁচ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কমলপুর সংলগ্ন একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। গরম স্ল্যাগ ছিটকে ঝলসে মৃত্যু হয়েছে নবীন কুমার (২৭) নামে এক ঠিকা শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মৃত নবীন কুমার বিহারের নাবাডা জেলার বাসিন্দা। জানা গেছে, মঙ্গলবার রাতের শিফটে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন তিনি। সেই সময় ল্যাডেল থেকে গরম স্ল্যাগ ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে। আহত পাঁচ শ্রমিককে দ্রুত ভর্তি করা হয় বিধাননগরের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। নবীন কুমারের দেহ পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

 

Highlight
দুর্গাপুরে স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনা, মৃত্যু এক শ্রমিকের, জখম পাঁচ
News
দুর্গাপুরে স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনা, মৃত্যু এক শ্রমিকের, জখম পাঁচ
:
আহত পাঁচ শ্রমিককে দ্রুত ভর্তি করা হয় বিধাননগরের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। নবীন কুমারের দেহ পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
Published By
error: Content is protected !!