বাজারের ভিতরে বেপরোয়া ট্রাকের পর পর ধাক্কা, উখড়ায় জখম বহু

বাজারের ভিতরে বেপরোয়া ট্রাকের পর পর ধাক্কা, উখড়ায় জখম বহু
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বাজারের ভিতরে বেপরোয়া ট্রাকের পর পর ধাক্কা, উখড়ায় জখম বহু। চনচনি থেকে উখড়ার ভিড় বাজারের ভেতর বেপরোয়া গতিতে ছুটতে ছুটতে একের পর এক মানুষ এবং গাড়িকে ধাক্কা দিল একটি ১৬চাকার ট্রাক। স্থানীয়দের চিৎকারেও থামল না সেই ট্রাক।

শংকরপুরের রেলগেট ভেঙেও চলে যায় সেই বেপরোয়া ট্রাক। ব্যাপক উত্তেজনা ছড়ায় অন্ডাল থানার চনচনি থেকে উখড়া ও শংকরপুর এলাকায়। গুরুতর জখম ৭। অল্পবিস্তার আহত প্রায় ১০। পুলিশ গিয়ে সেই ট্রাকটিকে আটকানোর চেষ্টা করলে পুলিশের গাড়িতেও সেটি ধাক্কা মারে বলে অভিযোগ।

শেষমেষ পাণ্ডবেশ্বরে ধরা পড়ে বেপরোয়া ট্রাক এবং চালক। পুলিশ সূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল ওই চালক। রেলগেট সেই সময় পড়েছিল। সেই রেলগেটও ভেঙ্গে যায়। পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!