Raniganj. বধূকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার শ্বশুর, দেওর
দুর্গাপুর দর্পণ, ২৭ মে ২০২৪: বধূকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার শ্বশুর, দেওর। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) রানিগঞ্জের ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম রীতা যাদব (৩০)। রীতার স্বামী লালু যাদব সংবাদ মাধ্যমের একাংশের কাছে অভিযোগ করেন, সংসারে আরও টাকা দিতে হবে বলে তাঁর বাবা জানিয়ে দেন। তিনি কিছু বলতে গেলে তাঁর বাবা ও ভাই গুড্ডু মিলে তাঁকে মারধর করে।
তাঁর স্ত্রী রীতা তাঁকে বাঁচাতে গেলে বাবা তাঁকেও মারধর করে। আসানসোল জেলা হাসপাতালে শনিবার দুপুরে রীতার মৃত্যু হয়। বাবা ও ভাইয়ের শাস্তি দাবি করেন তিনি। রীতার বাবা, বিহারের জামুই এর বাসিন্দা রাম খিলান যাদব জানান, শনিবার দুপুরে মেয়ের শ্বশুরবাড়ি থেকে তাঁকে ফোন করে জানানো হয় রীতার মৃত্যু হয়েছে।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
রবিবার রানিগঞ্জে এসে তিনি জানতে পারেন, রীতাকে পিটিয়ে মারা হয়েছে। রানিগঞ্জ থানায় রাম খিলান শ্বশুর বাড়ির বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ রীতার শ্বশুর অরিন্দম যাদব ও দেওর গুড্ডু যাদবকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।